উত্তরদিনাজপুর

এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের সিল সহ পুলিশের হাতে ধৃত এক যুবক

উত্তর  দিনাজপুর জেলার ইসলামপুর এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের সিল সহ এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল ল'ক্লার্কস এসোসিয়েশনের সদস্যরা। জানা গিয়েছে, ইসলামপুর কোর্ট চত্তরে বেশ কিছুদিন ধরে ধৃত মহম্মদ মিরাজকে ঘোরাফেরা করতে দেখতে পান এলাকায় মানুষজন। ইসলামপুর কোর্টে কিছু মানুষের কাগজপত্র নিয়েও ঘোরাফেরা করতে দেখা যায় ধৃতকে। গত কয়েকদিন ধরে সন্দেহের বশে ওই ধৃতের গতিবিধি লক্ষ্য করে আসছিল ল'ক্লার্কস এসোসিয়েশনের সদস্যরা। এদিন ধৃতের কাছ থেকে এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের একটি সিল উদ্ধার হওয়াতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে ধৃত মিরাজকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বার এসোসিয়েশনের পাশাপাশি ল'ক্লার্কস এসোসিয়েশনের সদস্যদের অভিযোগ ধৃত ওই সিল দিয়ে জাল কাগজপত্র তৈরি করে টাকা উপার্জন করে থাকতে পারে ওই যুবক। শনিবার তাকে ইসলামপুর মমহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

    ইসলামপুর ল'ক্লার্কস এসোসিয়েশনের সম্পাদক সুরেশ পাল বলেন, মহম্মদ মিরাজ আমাদের সদস্য নয়। বেশ কয়েকদিন ধরে কোর্ট চত্তরে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। কিন্তু এদিন ওর কাছ থেকে এসডিও ম্যাজিস্ট্রেট কোর্টের একটি সিল পাওয়াতে আমরা ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। বিষয়টি বড় উদ্বেগের বিষয়। ওই সিল দিয়ে ধৃত বহু কাগজপত্র জাল তৈরি করে থাকতে পারে। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ONKSmZ3qYMU